সিলেটের দক্ষিণ সুরমার মোল্লারগাঁও এলাকায় সড়কের পাশে বস্তাবন্দী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩১ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান তালকুদার বলেন- বিকাল ৪টার দিকে স্থানীয়রা রাস্তার পাশে একটি বস্তা পড়ে থাকতে দেখেন এবং এ থেকে দুর্গন্ধ বের হওয়ায় থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছে বস্তার কাছে গিয়ে একটি হাত দেখতে পায়। ওই বস্তা থেকে অসহ্য দুর্গন্ধ বের হচ্ছিলো তাই আমরা ডুমের ব্যবস্থা করি এবং ডুমরা মরদেহটি উদ্ধার করে।
তিনি বলেন, ধারণা করা যাচ্ছে- অন্তত ৩ দিন আগে মৃত্যু হয়েছে। হয়তো খুনের পর বস্তাবন্দী করে লোকজনের অগোচরে এখানে এসে ফেলে দিয়ে গেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি এবং মৃতদেহের পরিচয় শনাক্তের সবরকম চেষ্টা করছি। পরিচয় শনাক্তের লক্ষ্যে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর একটি টিম কাজ শুরু করেছে।