সিলেটের দক্ষিণ সুরমা থেকে মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। গ্রেপ্তার মো. শাহানুর আলম সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার মধুয়ারচর এলাকার বাসিন্দা মৃত আব্দুল বারিক এর ছেলে।
রোববার (৪ সেপ্টেম্বর) দুপুরে র্যাব-৯’র মিডিয়া বিভাগ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব-৯’র সূত্র জানায়, গ্রেপ্তার মো. শাহানুর আলম সাজা থেকে বাঁচার জন্য নিজ জেলা সুনামগঞ্জ থেকে চলে এসে দীর্ঘদিন যাবৎ দক্ষিণ সুরমা এলাকায় পালিয়ে ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার তাকে দক্ষিণ কুশিঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১)(খ) ধারার ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেপ্তার করে।