সিলেটের আলমরপুস্থ দক্ষিণ সুরমা সরকারি হাইস্কুলে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন বই বিতরণ করা হয়েছে। গত (১ জানুয়ারি) রোববার ২০২৩ সালে সকালে এই বই বিতরণ করা হয়।
বই বিতরণকালে উপস্থিত ছিলেন- দক্ষিণ সুরমা সরকারি হাইস্কুলের প্রধান শিক্ষক বেগম নুছরত হক। এসময় তিনি বলেন-মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দিচ্ছেন। প্রতি বছরের ন্যায় এবারেও জানুয়ারির প্রথম দিনেই বিদ্যালয়ে সকল শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দেওয়া হয়েছে। নতুন বই পেয়ে শিক্ষার্থীরা আনন্দে মেতে উঠে। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।