দক্ষিন সুরমার গোপশহর পঞ্চায়েত কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠনের লক্ষ্যে এর আগে গত ৩১ ডিসেম্বর এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন হাজী মইন উদ্দিন আহমদ। সভায় সর্বসম্মতিক্রমে তিন বছরের জন্য গোপশহর পঞ্চায়েত কমিটির আগামী ৩ (তিন) বছরের জন্য ৭ (সাত) সদস্য বিশিষ্ট উপদেষ্টা ও ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয় ।
কমিটির উপদেষ্টা বৃন্দ যথাক্রমে জনাব হাজী মইন উদ্দিন আহমদ,জনাব মাওলানা ওবায়দুর রহমান,জনাব হাজী আশরাফ খান,জনাব হাজী ছয়ফুল খান,জনাব আতাউর রহমান,জনাব মাসুক মিয়া ও জনাব আরব উল্লা।
কার্যকরী কমিটির সভাপতি মনোনীত হন জনাব হাজী আকমল খান,সিনিয়র সহ সভাপতি জনাব আব্দুল কাহির সাইস্হা,সহ সভাপতি জনাব আলী আসগর শামিম,সাধারণ সম্পাদক জনাব একরাম খান,সহ সাধারন সম্পাদক জনাব গিয়াস উদ্দিন,সাংগঠনিক সম্পাদক জনাব শওকত আলী,সহ সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহিনুল ইসলাম ,অর্থ সম্পাদক জনাব আব্দুল জলিল,প্রচার সম্পাদক আখতার মিয়া,সহ প্রচার সম্পাদক মুজিবুর রহমান। সদস্য যথাক্রমে জনাব হাজী শাহীন আহমদ,জনাব আলতাউর রহমান ইকবাল,জনাব নাজমুল আলী,জনাব আজির উদ্দিন আহমদ,জনাব আলমগীর হোসেন,জনাব মোশারফ খান
জনাব দাহিরুজ্জামান সাজাদ,জনাব আফতাব মিয়া,জনাব সাদিক আহমদ,জনাব ফটিক মিয়া ও জনাব ছালেক আহমদ।