1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
‘দরিদ্রদের জন‌্য বিনামূল্যে করোনার ভ্যাকসিন নিশ্চিত করতে হবে’
মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১১:৩৮ পূর্বাহ্ন




‘দরিদ্রদের জন‌্য বিনামূল্যে করোনার ভ্যাকসিন নিশ্চিত করতে হবে’

অনলাইন ডেস্ক:
    আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২০, ৯:৫৬:০৪ পূর্বাহ্ন

দরিদ্রদের জন‌্য বিনামূল্যে করোনার ভ্যাকসিন নিশ্চিত করার দাবি জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

সোমবার (১৪ আগস্ট) দুপুরে দলীয় চেয়ারম্যানের বনানী কার্যালয়ে জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর আয়োজিত অসুস্থ ও দুঃস্থ নেতাকর্মীদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ দাবি জানান।

জিএম কাদের বলেন, করোনাভাইরাসের ভ্যাকসিন বের হলেই যেন দেশের প্রতিটি হতদরিদ্র মানুষ বিনামূল্যে ভ্যাকসিনটি পায়, তা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, ভ্যাকসিনের ব্যাপারে প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন, আমরা প্রধানমন্ত্রীর বক্তব্যে আশ্বস্ত।  কিন্তু যাদের পয়সা আছে তারা ভ্যাকসিন পাবে, আর যাদের টাকা নেই তারা ভ্যাকসিন পাবে না, এমন পরিস্থিতি যেন না হয়। প্রতিটি সরকারি হাসপাতালে করোনাভাইরাসের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। যেসব হাসপাতালে করোনা চিকিৎসা সেবা আছে সেগুলোকে আরও শক্তিশালী করতে হবে। আর যেসব হাসপাতালে করোনা ইউনিট নেই, সে হাসপাতালগুলোতে করোনা ইউনিট জরুরিভিত্তিতে চালু করতে হবে।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, করোনা নিয়ে দেশের মানুষ বিভ্রান্তিতে আছে। কেউ জানে না করোনা সংক্রমণ বেড়েছে, নাকি কমেছে। আবার করোনায় মৃত্যু হার বেড়েছে, নাকি কমেছে, তাও পরিষ্কার নয়। স্বাস্থ্য বিভাগ বলছে, করোনা ইউনিট ফাঁকা, চিকিৎসা সরঞ্জাম অব্যবহৃত পড়ে আছে। কিন্তু এখনো করোনা আক্রান্ত রোগী নিয়ে মানুষের হাসপাতালে ছোটাছুটির সংবাদ পাওয়া যাচ্ছে। এতে স্বাস্থ্য বিভাগের কাজের সমন্বয়হীনতা পরিষ্কারভাবে ফুটে উঠেছে।

জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরের সভাপতি এবং প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য অ্যাড. মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান মোস্তফা আল মাহমুদ, জাহাঙ্গীর আলম পাঠান, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন সরকার, মো. হেলাল উদ্দিন, সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, মো. আনোয়ার হোসেন তোতা, মো. আনিস উর রহমান খোকন, সমাজ কল্যাণ সম্পাদক এম.এ. রাজ্জাক খান, যুগ্ম দফতর সম্পাদক সমরেশ মণ্ডল মানিক, নির্বাহী সদস্য মো. ইব্রাহীম খান, নজরুল ইসলাম সরদার, মো. আব্দুস সাত্তার।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020