দ্রুত সময়ে মামলা প্রত্যাহার ও বিতর্কিত ব্যবস্থাপকের বদলির আশ্বাসে ব্যাক্তি মালিকানাদিন মৌলভীবাজারের কমলগঞ্জের দলই চা বাগান দীর্ঘ ৩৭ দিন পর কাজে যোগ দিয়েছে শ্রমিকরা।
বৃহস্পতিবার দুপুরে দলই চা বাগানে উপজেলা প্রশাসন, চা শ্রমিক নেতা, শ্রম অধিদপ্তরের কর্মকর্তা ও মালিক পক্ষের যৌথ বৈঠক শেষে কাজে যোগ দেন শ্রমিকরা।
গত ২৭ জুলাই সন্ধ্যায় মালিক পক্ষের নোটিশে ২৮ জুলাই থেকে দলই চা বাগান দীর্ঘ ৩৭ দিন বন্ধ ছিল। এ নিয়ে গত ২৯ জুলাই থেকে কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও শ্রীমঙ্গল শ্রম অধিদপ্তর কর্মকর্তার কার্যালয়ে কয়েক দফা বৈঠক করলেও বাগান খুলার বিষয়টি সুরাহা হয়নি।
সর্বশেষ বৃহস্পতিবার সকাল ৮টায় আবারও দলই চা বাগানে বৈঠক বসে। বৈঠকে চা শ্রমিকদের দাবী মেনে বিতর্কিত ব্যবস্থাপক আমিনুল ইসলামকে বদলি ও চা শ্রমিকদের উপর মামলা দ্রুত সময়ের মধ্যে প্রত্যাহারের আশ্বাস দেওয়া হয়। এরপর বেলা ১২টা থেকে শ্রমিকরা চা বাগান প্লান্টেশন এলাকায় চা পাতা উত্তোলনের কাজে যোগ দেন।
বৈঠকে উপস্থিত ছিলেন শ্রম অধিদপ্তর শ্রীমঙ্গল কার্যালয়ের উপপরিচালক নাহিদুল ইসলাম, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান, দলই চা বাগান কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রামভজন কৈরীসহ চা শ্রমিক নেতারা।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রামভজন কৈরী বলেন, বৃহস্পতিবার বৈঠকে মালিকপক্ষ শ্রমিকদের দাবী মেনে বিতর্কিত ব্যবস্থাপক আমিনুল ইসলামকে বদলি ও ইউপি চেয়ারম্যান সহ ১৩ জন চা শ্রমিক নেতার ওপর করা মামলা দ্রুত সময়ের মধ্যে প্রত্যাহারের আশ্বাস দেন। এ আশ্বাসে সন্তোষ হয়ে ৩৭ দিন পর শ্রমিকরা দুপুর থেকে কাজে যোগ দিয়েছেন।
এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক বলেন, দলই চা বাগান মালিক পক্ষের দেওয়া আশ্বাস পূরণ হলে আর দলই চা বাগানে কোনো সমস্যা থাকার কথা নয়।