1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
দীর্ঘ বিরতি ভেঙে দুবাই মাতালেন বিয়ন্সে
মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৩, ০৯:০১ অপরাহ্ন
দীর্ঘ বিরতি ভেঙে দুবাই মাতালেন বিয়ন্সে

বিনোদন ডেস্ক :
    আপডেট : ২৪ জানুয়ারী ২০২৩, ১০:২৩:০৪ অপরাহ্ন

দীর্ঘ বিরতির পর সম্প্রতি দুবাইয়ে একটি লাইভ পারফমেন্সে অংশ নিয়েছেন জনপ্রিয় গায়িকা বিয়ন্সে। দুবাইয়ের অন্যতম বিলাসবহুল রিসোর্ট আটলান্টিস দ্য রয়্যালে জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সে সন্ধ্যায় আমন্ত্রিত ছিলেন দুবাইয়ের বিশেষ ধনকুবেররা। খবর বিবিসির।

কনসার্টটিতে বিয়ন্সে পারফর্ম করেন তার আলোচিত গান ‘ব্রাউন স্কিন গার্ল’। যে গানে মায়ের সঙ্গে ছিলেন বিয়ন্সের এগারো বছরের মেয়ে আইভি কার্টারও। মাত্র ৭৩ মিনিটের জন্য পারফর্ম করেন এই গায়িকা। এই অল্প সময়ের জন্য বিয়ন্সেকে পারিশ্রমিক দেয়া হয় ২৪ মিলিয়ন ডলার। বাংলাদেশি টাকায় যা প্রায় ২৫৩ কোটি টাকা।

কনসার্টে ছিলেন ভারতীয় পরিচালক ফারাহ খানও। সেখানকার একটি ভিডিও পোস্ট করেন তিনি। গত বছর নতুন অ্যালবাম মুক্তির পর বিয়ন্সে এখন প্রস্তুতি নিচ্ছেন তার বহুল প্রতীক্ষিত ‘রেঁনেসা’ ট্যুরের। পুরো ট্যুরের সময়সূচি ঘোষণা করা হবে আগামী ফেব্রুয়ারি মাসে।
খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদCopyright © Bangla News 24 NY. 2020