1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
দুবাই যাচ্ছেন রাজ-পরী
রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৭:৫৫ পূর্বাহ্ন
দুবাই যাচ্ছেন রাজ-পরী

বিনোদন ডেস্ক :
    আপডেট : ০৭ জানুয়ারী ২০২৩, ৫:২৬:২৫ অপরাহ্ন

প্রেম, বিয়ে, সন্তান ও বিচ্ছেদ সবকিছু নিয়েই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরীমণি ও শরিফুল রাজ। সংসার ভাঙনের খবরকে পিছু হটিয়ে আবারও এক হয়েছেন এই তারকা দম্পতি। পরীমণি অভিনীত সিনেমার ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমাটি মুক্তি পাচ্ছে ২০ জানুয়ারি। বর্তমানে এই সিনেমার প্রচারণা নিয়েই ব্যস্ত রয়েছেন পরী।

এরইমধ্যে জানা গেলো নতুন খবর। সম্পর্কে তিক্ততা ভুলে আবারও এক হওয়া পরীমণি ও শরিফুল রাজ এবার দুবাই যাচ্ছেন। একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিতেই তাদের এই দুবাই যাত্রা।

জানা গেছে, আগামী ১৫ জানুয়ারি দুবাইয়ের আজমানে বসতে যাচ্ছেন ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠান। দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিতব্য এই আয়োজনে অংশ নিতে মধ্যপ্রাচ্যের শহরটিতে যাচ্ছেন ঢাকাই সিনেমার একঝাঁক তারকা।

এরমধ্যে রয়েছেন শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, শাকিব খান, শরিফুল রাজ, পরীমণি, তমা মির্জা ও রায়হান রাফি। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন শান্তা জাহান। এতে আরও অংশ নেবেন গায়ক কাজল আরিফ, শিবলু প্রমুখ।

দুবাইয়ে অনুষ্ঠানটি আয়োজন করছেন রুবায়েত ফাতেমা তনি এবং জ্যান প্রপার্টিজের ফাউন্ডার জাহিদ হোসেন। প্রবাসে বসবাসরত বাঙালি রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে আয়োজন করা হয়েছে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান।

রিয়েল হিরোস এক্সপো অ্যান্ড কমিউনিকেশনসের ফাউন্ডার মালা খন্দকার জানান, প্রবাসী বাঙালিদের অনুপ্রেরণা দিতেই এই সম্মাননার প্রচলন। এবছর প্রবাসী বাঙালি ছাড়াও বাংলাদেশ থেকেও অনেকে দুবাইয়ে অনুষ্ঠিতব্য অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেবেন।
খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদCopyright © Bangla News 24 NY. 2020