1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
দুর্নীতির দায়ে ১২বছরের কারাদন্ডে দন্ডিত হলেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক।
বুধবার, ৩১ মে ২০২৩, ১০:৪৯ পূর্বাহ্ন




দুর্নীতির দায়ে ১২বছরের কারাদন্ডে দন্ডিত হলেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক।

অনলাইন ডেস্ক
    আপডেট : ২৮ জুলাই ২০২০, ৪:৩৫:৪৫ অপরাহ্ন

দুর্নীতির দায়ে ১২বছরের কারাদন্ডে দন্ডিত হলেন
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক।মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের ১২ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। সেই সঙ্গে ২১ কোটি রিঙ্গিত জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার এই রায় ঘোষণা করেন কুয়ালালামপুর হাই কোর্টের বিচারক মোহাম্মদ নাজিম মোহাম্মদ গাজ্জালি।রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিলের (ওয়ানএমডিবি) অর্থ কেলেঙ্কারির প্রথম মামলায় তাকে এই দণ্ড দেওয়া হলো।এর আগে নাজিব রাজাকের বিরুদ্ধে আনা দুর্নীতির সকল অভিযোগ আদালতে প্রমাণিত হয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নাজিব রাজাক বিশ্বাস ভঙ্গ, মানি লন্ডারিং এবং ক্ষমতার অপব্যবহার সংক্রান্ত ফৌজদারি মামলায় নিজেকে নির্দোষ দাবি করেছিলেন।

ওয়ান মালয়েশিয়ান ডেভেলপমেন্ট বেরহাদ ওয়ানএমডিবি কেলেঙ্কারির মাধ্যমে মূলত বৈশ্বিক জালিয়াতি এবং দুর্নীতিতে দেশটির সম্পৃক্ততার বিষয়টি বেরিয়ে এসেছে।ওয়ানএমডিবি প্রকল্পের ৪২ মিলিয়ন রিঙ্গিত অর্থাৎ ১০ মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ অর্থ তৎকালীন মালয়েশিয়ান প্রধানমন্ত্রীর ব্যক্তিগত অ্যাকাউন্টে পাঠানো হয়েছিলো। নাজিব রাজাক ২০০৯ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020