দুর্নীতি ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। একইসঙ্গে সংগঠনের নেতাকর্মীদের দুর্নীতির বিরুদ্ধে সজাগ থাকতে এবং প্রতিহত করার আহ্বান জানিয়েছেন তিনি।
করোনাভাইরাসের কঠিন পরিস্থিতির মধ্যে সম্প্রতি বেশ কিছু অনিয়মের ঘটনা ঘটেছে। এ বিষয়ে আজ বৃহস্পতিবার ( ৯ জুলাই) নেতাকর্মীদের সতর্ক করে দেওয়া বার্তায় দুর্নীতির বিরুদ্ধে এ হুঁশিয়ারি দেন যুবলীগ চেয়ারম্যান।
শেখ ফজলে শামস পরশ বলেন, গত পাঁচ মাস ধরে যুবলীগ মানুষের পাশে দাঁড়িয়েছে। মানুষের কাছে সহযোগিতা পৌঁছে দিচ্ছে। যুবলীগ মানুষের পাশে থাকবে- এ ব্যাপারে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।
কিন্তু আরেকটি জিনিস আমরা লক্ষ্য করছি – ইদানিং কিছু দুর্নীতিবাজ, বর্তমান অবস্থার সুযোগ নিয়ে তাদের ব্যক্তিগত ফায়দা লুটার চেষ্টা করছে। যুবলীগ এ ব্যাপারে সজাগ থাকবে, সচেতন থাকবে। দুর্নীতি এবং দুর্নীতিবাজদের কোনো প্রশ্রয় দেওয়া হবে না। দুর্নীতি প্রতিহত করা হবে।
যুবলীগ চেয়ারম্যান বলেন, সম্প্রতি পত্রপত্রিকার বিভিন্ন দুর্নীতির উদাহরণ পাওয়া যাচ্ছে। ত্রাণ থেকে শুরু