1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
দুয়েকদিনের মধ্যে চূড়ান্ত হবে শ্রীলংকা সফর
বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৪:৩০ অপরাহ্ন




দুয়েকদিনের মধ্যে চূড়ান্ত হবে শ্রীলংকা সফর

স্পোর্টস ডেস্ক
    আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২০, ৯:১৪:৫১ পূর্বাহ্ন

আগামী দুয়েকদিনের মধ্যেই টাইগারদের আসন্ন সফর নিয়ে শ্রীলংকা তাদের সিদ্বান্ত দিবে বলে আশা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির মিডিয়া এন্ড কমিউনিকেশন কমিটির চেয়ারম্যান জালাল ইউনিস জানান, যেহেতু বিষয়টি শ্রীলংকার জাতীয় ইস্যু, তাই বাংলাদেশের প্রস্তাব নিয়ে জবাব দিতে কোনও চাপ দেয়নি বোর্ড।

তিনি বলেন, ‘আমরা পরিস্কার করেছি, কোয়ারেন্টাইন পর্ব কমাতে হবে, আমাদের অনুশীলনের সুযোগ দিতে হবে, অন্যথায় আমাদের পক্ষে সিরিজটি খেলা সম্ভব নয়।’

জালাল আরও বলেন, ‘আমরা এখন শ্রীলংকার জবাবে অপেক্ষায় আছি। শ্রীলংকা তাদের সিদ্বান্ত জানাবে। তবে এটি যেহেতু তাদের জাতীয় ইস্যু, তাই শ্রীলংকা ক্রিকেট কোন সিদ্বান্ত নিতে পারে না। আপনারা জানেন, তাদের টাস্কফোর্স রয়েছে, তারা কোভিড-১৯ নিয়ন্ত্রণ করে। তাই দ্রুত জবাব দেয়ার জন্য আমরা তাদের উপর চাপ সৃষ্টি করতে পারি না। আমরা তাদের জবাবের জন্য অপেক্ষা করছি। আশা করছি, আগামী দুই-তিনদিনের মধ্যে আমরা জবাব পেয়ে যাবো।’

জালাল বলছেন, শ্রীলংকা যাই করুন না কেন, বাংলাদেশ নিজেদের প্রস্তুতি নিচ্ছে সফরের বিষয়ে আমরা এখনো ইতিবাচক।

তিনি জানান, ‘আমরা প্রস্তুত। আমাদের যেমন প্রয়োজন, সেভাবেই প্রস্তুতি নিয়েছি। যদি কোন ইতিবাচক উত্তর আসে, তবে এক সপ্তাহের মধ্যে সকল আনুষ্ঠানিকতা আমরা সম্পন্ন করতে পারবো। তবে তারা জবাব দিতে সময়ক্ষেপণ করলেই সমস্যা বাড়বে।

সিরিজকে সামনে রেখে আজ থেকে খেলোয়াড়দের করোনা পরীক্ষা শুরু করবে বিসিবি। পুরানো সূচি অনুযায়ী, আগামী ২৭ অক্টোবর কলম্বোর উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা বাংলাদেশের। আগামী ২৪ অক্টোবর থেকে প্রথম টেস্ট শুরুর সূচি ছিলো।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020