1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
দেউলগ্রাম আখড়ায় অষ্টপ্রহরব্যাপী লীলা সংকীর্ত্তন বৃহস্পতিবার শুরু
রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৮:০১ পূর্বাহ্ন




দেউলগ্রাম আখড়ায় অষ্টপ্রহরব্যাপী লীলা সংকীর্ত্তন বৃহস্পতিবার শুরু

বাংলানিউজ এনওয়াই ডেস্ক :
    আপডেট : ০৩ ফেব্রুয়ারী ২০২৩, ৮:৩৮:৪৪ অপরাহ্ন

নিত্যলীলায় প্রবিষ্ঠ প্রভুপাদ শ্রীশ্রী রামগোবিন্দ গোস্বামীর তিরোধান তিথি উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী লীলা সংকীর্ত্তন মহোৎসবের আয়োজন করা হয়েছে। এই মহোৎসব সিলেটের বিয়ানীবাজারের দেউলগ্রাম (দাসপাড়া) চারখাইস্থ শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়ায় অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে- ৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেল ৫টায় শ্রীশ্রী চৈতন্যচরিতামৃত পাঠ। পরিবেশনায় রাধাকুন্ড বৃন্দাবন ভারতের শ্রীশ্রী বৃন্দাবন দাস বাবাজি মহারাজ। রাত ৮টায় শ্রীশ্রী হরিনাম মহাযজ্ঞের শুভ অধিবাস; পরিবেশনায়: শ্রীযুক্ত নিরঞ্জন দাস। ১০ ফেব্রুয়ারী শুক্রবার ব্রাহ্মমুহূর্ত থেকে অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী লীলা সংকীর্ত্তন মহোৎসব শুরু হবে। দুপুর ১টায় ভোগারতি দর্শন ও দুপুর ২টায় মহাপ্রসাদ বিতরণ করা হবে।

নামসুধা পরিবেশন করবেন- রাধাকুন্ড বৃন্দাবন ভারতের শ্রীশ্রী বৃন্দাবন দাস বাবাজি মহারাজ, শ্রীযুক্তা গৌরী রায় পণ্ডিত, নবদ্বীপ, ভারত, শ্রী গৌর গোপাল দাস বৈষ্ণব-জকিগঞ্জ, সিলেট, শ্রীযুক্ত নিরঞ্জন দাস; সুনামগঞ্জ ও শ্রীযুক্ত বিধান ধর; জকিগঞ্জ, সিলেট। ১১ ফেব্রুয়ারী শনিবার সকাল ৮টায় দধিভাণ্ড ভঞ্জন ও কীর্ত্তন সমাপন; পরিবেশনায় শ্রীযুক্ত নিরঞ্জন দাস; সুনামগঞ্জ।

নিত্যলীলায় প্রবিষ্ঠ প্রভুপাদ শ্রীশ্রী রামগোবিন্দ গোস্বামীর তিরোধান তিথি উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী লীলা সংকীর্ত্তন মহোৎসবে সর্বস্তরের গৌরভক্তবৃন্দকে উপস্থিত থাকার জন্য দেউলগ্রাম মহাপ্রভুর আখড়ার শ্রীগুরুচরণাশ্রিত শ্যামলী দাসী ভাণ্ডারী ও স্বরূপ দাস মোহন্ত বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020