1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
দেশে করোনায় মৃত্যু আরো ৭
বৃহস্পতিবার, ০৮ ডিসেম্বর ২০২২, ০২:৫৩ অপরাহ্ন
দেশে করোনায় মৃত্যু আরো ৭

বাংলানিউজএনওয়াই ডেস্ক::
    আপডেট : ০৮ জুলাই ২০২২, ৮:২৩:৪১ অপরাহ্ন

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় দেশে ১ হাজার ৬১১ জনের করোনা শনাক্ত হয়েছে। আগের দিন করোনায় তিনজনের মৃত্যু হয়েছিল। এ সময় শনাক্তের সংখ্যা ছিল ১ হাজার ৭৯০।

শুক্রবার (৮ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় যে সাতজনের মৃত্যু হয়েছে, চারজন পুরুষ, তিনজন নারী। ঢাকায় পাঁচজন, খুলনা ও রাজশাহী বিভাগে একজন করে মৃত্যু হয়েছে।

২৪ ঘণ্টায় ৯ হাজার ৫৮০টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১৬ দশমিক ৮২। আগের দিন এ হার ছিল ১৬ দশমিক ৫৪।

বাংলাদেশে প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এ পর্যন্ত দেশে ১৯ লাখ ৮৮ হাজার ১০১ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৯ লাখ ১১ হাজার ৩৬৭ জন। আর মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৮৫ জনের।

এদিকে দেশে করোনা সংক্রমণ বাড়তে থাকায় সব জায়গায় মাস্ক পরা বাধ্যতামূলক করেছে সরকার। মাস্ক না পরলে শাস্তি দেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।
খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদCopyright © Bangla News 24 NY. 2020