1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
দেশ আজ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে :মো.মজিবর রহমান
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৬:২৫ অপরাহ্ন




দেশ আজ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে :মো.মজিবর রহমান

বাংলানিউজএনওয়াই ডেস্ক::
    আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২, ৭:১৬:১৭ অপরাহ্ন

সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশ আজ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। বিগত করোনাকালীন সময়েও আমাদের খাদ্যের কোন ঘাটতি হয় নি। শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে এ দূর্যোগ মোকাবেলা করতে সম্ভব হয়েছে। ভবিষ্যতে যাতে আমারা এ ধরনের ভূমিকা পালন করতে পারি সেক্ষেত্রে কৃষক/কৃষানীদের কৃষি উপর গুরুত্ব দিয়ে কাজ করে যেতে হবে। আমরা বিশেষ করে পতিত জায়গা যাতে খালি না থাকে সেক্ষেত্রে লক্ষ রেখে বিভিন্ন ফসলাদি রোপন করতে হবে।

তিনি মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় সিলেট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট সদরের আয়োজনে ফসল উৎপাদন বৃদ্ধির মাধ্যমে খাদ্য নিরাপত্ত নিশ্চিত করার লক্ষে কৃষক/কিশানীদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার মিজ নুসরাত আজমেরী হক এর সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল মনসুর আমজাদ এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, পল্লী বিদ্যুৎ-২ এর জেনারেল ম্যানেজার সজীব কুমার রায়, বিএডিসি সিলেট এর সহকারী প্রকৌশলী (সেচ) মো. হাবিবুর রহমান, উপজেলা কৃষি অফিসার শিরীন আক্তার, সিলেট পল্লী বিদ্যুৎ-২ প্রশাসন মো: আব্দুল খালিক, বিএডিসি উপ-সহকারী প্রকৌশলী (সেচ) মো: সোহাগ মিয়া, সিলেট সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মিল্লাত আহমদ চৌধুরী, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা শামসুদ্দিন আহমদ।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020