1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
দেশ দুর্নীতিগ্রস্ত লোকদের হাতে চলে গেছে: বাণিজ্যমন্ত্রী
শুক্রবার, ০৭ অক্টোবর ২০২২, ০৭:০৮ অপরাহ্ন
দেশ দুর্নীতিগ্রস্ত লোকদের হাতে চলে গেছে: বাণিজ্যমন্ত্রী

বাংলানিউজএনওয়াই ডেস্ক
    আপডেট : ১৬ আগস্ট ২০২২, ১১:২৬:৩৬ অপরাহ্ন

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দেশ দুর্নীতিগ্রস্ত লোকদের হাতে চলে গেছে, পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে। এই প্রবণতাকে প্রতিরোধ করতে হবে। তবে দুর্নীতিগ্রস্ত মানুষের হাতে চলে যাবে- এমন দেশ কখনও চাননি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জ্বালানি তেলের দাম বৃদ্ধির সুযোগে অসাধু ব্যবসায়ীরা নানা পণ্যের দাম বাড়াচ্ছে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ‘ব্যবসা বাণিজ্যে সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিতকরণে অংশীজনের ভূমিকা’ শীর্ষক বিভাগীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন বাণিজ্যমন্ত্রী। পরে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম কমলেও ডলারের দাম বাড়ায় এর সুবিধা পাওয়া যাচ্ছে না। বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন মফিজুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন— কমিশনের সদস্য ড. এএফএম মনজুর কাদির, জিএম সালাহ উদ্দিন, নাসরিন বেগম, রংপুর বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম, রেঞ্জ ডিআইজি মোহা. আবদুল আলীম মাহমুদ, মেট্রোপলিটন পুলিশ কমিশনার নুরে আলম মিনা, জেলা প্রশাসক আসিব আহসান, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী প্রমুখ।

এর আগে টিপু মুনশি সিটি করপোরেশনের ‘রংপুরে বঙ্গবন্ধু’ শীর্ষক প্রকাশনার মোড়ক উন্মোচন করেন। মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা শেষে বঙ্গবন্ধু স্মরণে শোকের গান ও কবিতা উৎসবের আয়োজন করা হয়।
খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদCopyright © Bangla News 24 NY. 2020