যুক্তরাজ্য প্রবাসী কবি-গীতিকার-সাংবাদিক জৈন্তিয়া কলেজের সাবেক অধ্যক্ষ ও দৈনিক শ্যামল সিলেট পত্রিকার সম্পাদক নূরুজ্জামান মনি’র সম্মানে ছোটোকাগজ ‘ভাস্কর’এর উদ্যোগে এক অন্তরঙ্গ আড্ডা অনুষ্ঠিত হয়। শনিবার (৭ মে) নগরীর টিলাগড় গোপালটিলাস্থ ‘ভাস্কর ভবন’এ অন্তরঙ্গ আড্ডায় সভাপতিত্ব করেন লোকসংস্কৃতি গবেষক-কবি ড. আবুল ফতেহ ফাত্তাহ্।
‘ভাস্কর’ সম্পাদক কবি পুলিন রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত আলোচক ছিলেন কবি এ কে শেরাম, কবি-সাংস্কৃতিক ব্যক্তিত্ব এনায়েত হাসান মানিক ও আইডিয়া’র নির্বাহী পরিচালক নাজমুল হক। আরো উপস্থিত ছিলেন রুস্তমপুর কলেজের অধ্যক্ষ কামরুল আহমেদ শেরগুল, সাহিত্যামোদী হীরামোহন রায়, ভোরের কাগজ পাঠক ফোরাম সিলেট পরিবারের সভাপতি কবি অমিতা বর্দ্ধন, কবি হিমাংশু রঞ্জন দাস, কবি রাজেশ কান্তি দাশ, সিলেট সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি মোঃ আলাউদ্দিন তালুকদার, রঞ্জু রানী রায় ও অনিরুদ্ধ রায় পরাগ। সঙ্গীত পরিবেশন করেন অমিতা বর্দ্ধন।
জনাব নূরুজ্জামান মনি তাঁর স্মৃতিচারণমূলক বক্তব্যে স্বদেশ ও প্রবাস জীবনের নানা কাহিনী তুলে ধরেন। প্রগতিশীল চিন্তাচেতনায় পরিচালিত হয়ে নতুন প্রজন্মকেও সেইপথে ধাবিত করার উদ্যোগ গ্রহণের জন্য সকলের ভূমিকা বাবার আহ্বান জানান। এই আয়োজন করার জন্য তিনি ছোটোকাগজ ভাস্কর-এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। অনুষ্ঠানে তাঁকে ফুলেল শুভেচছা জানানো হয়।