দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নে এলজিএসপি প্রকল্পের আওতায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩ আগষ্ট ) সকালে ইউনিয়নের উত্তর উস্তিংগের গাও গ্রামের মখলিছ মিয়ার বাড়ী থেকে আলী আহমদের বাড়ী পর্যন্ত ১শত ২৪ ফুট রাস্তার আরসিসি ঢালাইসহ গাইড ওয়াল কাজের উদ্বোধন করে ইউপি চেয়ারম্যান শেখ আবুল হোছাইন ।
২০২০-২০২১ অর্থ বছরের এলজিএসপি প্রকল্প-৩ এর আওতায় ৩ লাখ ৬৪ হাজার টাকা ব্যয়ে ওই কাজটি বাস্তবায়ন করছে বাংলাবাজার ইউনিয়ন পরিষদ।
ঢালাই কাজের উদ্বোধনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সচিব অশেষ তালুকদার, রাস্তা নির্মাণ কাজের সভাপতি ও ইউপি সদস্য আব্দুল হান্নান, সমাজসেবক আব্দুল হাই,তোতা মিয়া,আলী আহমেদ, আব্দুল মনাফ,আলাউদ্দিন,মুখলিছ মিয়া প্রমুখ।
এ ব্যাপারে বাংলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল হোছাইন জানান, এ রাস্তায় সামান্য বৃষ্টিপাতের ফলে হাজারও মানুষ জনদুর্ভোগের শিকার হন।
এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে এ রাস্তাটি পাকাকরণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাবনা প্রেরণ করে সাড়া না পাওয়ায় জনগণের দুর্ভোগের কথা চিন্তা করেই এলজিএসপির অর্থে এ রাস্তাটি পাকাকরণের কাজ হাতে নিয়েছি। কিন্তু সীমিত বরাদ্দের কারণে পুরো রাস্তার কাজ করা সম্ভব হচ্ছে না। পর্যায়ক্রমে পুরো রাস্তাটি পাকাকরণ করা হবে।