সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কলাউড়া গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থ চলাচলের অনুপযোগি ভাংগা কালভার্টের উপরে সেচ্ছাশ্রমে ও নিজেদের অর্থায়নে কাঠের ব্রিজ নির্মাণ করেছে এলাকাবাসী।
কলাউড়া মার্কেটের সঙ্গে গ্রামের সড়ক যোগাযোগ রক্ষায় স্থানীয় প্রশাসনের তেমন কোন তৎপরতা না থাকায় বাধ্য হয়ে গ্রামের লোকজন বাঁশ ও নগদ টাকা চাঁদা তুলে কাঠের কালভার্ট তৈরী করছে বলে স্বেচ্ছাসেবকরা জানান।
এলাকাবাসি সূত্রে জানা যায়,উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কলাউড়া গ্রামের রশিদ মেম্বারের বাড়ির পাশে বন্যার পানির স্রোতে কালভার্টের মাটি সরে গিয়ে কালভার্ট ভেংগে চলাচলে বিঘ্ন ঘটছে। এলাকাবাসী নিজেদের অর্থায়নে বাঁশ ও কাঠ দিয়ে কাঠের ব্রিজ নির্মান করা হয়েছে।
কলাউড়া গ্রামের আতিকুর রহমান বলেন,গ্রামবাসী থেকে টাকা তুলে তুলে ৫০ হাজার টাকা ব্যয় করে আমরা এই কাঠের ব্রিজ তৈরী করেছি।
রুবেল আহমেদ বলেন, ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার কারো সহযোগিতা না পেয়ে গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী, মফিজ বেগ,আতিকুর রহমান, আল আমিন, খলিল মিয়াসহ আমরা গ্রামবাসীর সহযোগিতায় কাঠের ব্রিজটি করেছি।