দোয়ারাবাজারে সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ফয়সাল আহমদ ও দোয়ারাবাজার থানা পুলিশের অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে ভারত থেকে আসা বিভিন্ন ধরনের মালামালসহ দুজনকে আটক করা হয়েছে।
বুধবার (৩ আগষ্ট) রাতে অবৈধপথে ঐইসব ভারতীয় মালামাল সীমান্তপথ দিয়ে দোয়ারাবাজার সদরে নিয়ে আসার সময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ফয়সাল আহমদ, দোয়ারাবাজার থানা পুলিশের একটি টিম চিলাই নদী পথে বিশেষ অভিযান চালায়। এসময় ৪ লাখ ৬৫ হাজার ৫০ টাকার ভারতীয় মালামাল ও কাঠের নৌকাসহ দুজনকে আটক করেন।
আটককৃতরা হলেন, উপজেলার সদর ইউনিয়নের পূর্ব মাছিমপুর গ্রামের সালাম মিয়ার ছেলে বিল্লাল আহমদ (১৯),সোনাফর আলীর ছেলে সিরাজ আলী(১৯) ও বোগলাবাজার ইউনিয়নের স্থানীয় বোগলাবাজার এলাকার আঃ রশিদের ছেলে রফিক মিয়াসহ অজ্ঞাত নামা ২/৩ জন আসামী পলাতক রয়েছেন। বুধবার বিকেলে তাদের আদালতে পাঠানো হয়েছে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব দুলাল ধর জানান, চোরাই পথে আসা ৪ লাখ ৬৫ হাজার ৫০ টাকা বাজারমূল্যের ভারতীয় মালামালসহ চোরাকারবারি দুজনকে আটক করা হয়েছে। পলাতক আসামিদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে দোয়ারাবাজার থানা পুলিশ।