সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার কাঠালবাড়ি গ্রামে পারিবারিক জমি নিয়ে কলহের জেরে বড় ভাইয়ের লোহার সাবলের আঘাতে ছোট ভাইের মৃত্যুর অভিযোগ উঠেছে। রবিবার বিকালে এ ঘটনায় নিহতের স্ত্রী বিলকিস আক্তার বাদী হয়ে চারজনের নামে উল্লেখ করে মামলা করেছেন। নিহত হিরণ মিয়া উপজেলার বোগলাবাজার ইউনিয়নের কাঠালবাড়ী গ্রামের সুরুজ আলীর ছেলে।
মামলা সুত্রে জানাযায় , দোয়ারাবাজার উপজেলার কাঠালবাড়ির গ্রামের সুরুজ আলীর পুত্র নিহত হিরণ মিয়ার সাথে পরিবারের অন্যান্য সদস্যদের পারিবারিক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।শুক্রবার সকালে বাড়ির পাশে পুকুরে তাদের মেজো ভাই নূর মোহাম্মদ মিল্টন মাছ ধরতে ছিলেন এসময় বড় ভাই রিপন মিয়া ও তার স্ত্রী রোকসানা বেগম বাধা দিলে ৩ ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নূর মোহাম্মদ মিল্টনের সাবলের আঘাতে হিরন মিয়া আহত হলে স্থানীয় লোকজন উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ২ টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মামলার আসামিরা হলেন বড় ভাই নূর মোহাম্মদ মিল্টন (৪২),নুর মোহাম্মদ মিল্টন স্ত্রী রুকসানা বেগম (৩০),মেজো ভাই রিপন মিয়া (৪৭) ও বাবা সুরুজ আলী (৭০)।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের স্ত্রী বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।