1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
দয়ামীর ও গহরপুর সড়কে বিভিন্ন স্থানে গর্ত দেখা দিয়েছে।
রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০২:০৮ অপরাহ্ন




দয়ামীর ও গহরপুর সড়কে বিভিন্ন স্থানে গর্ত দেখা দিয়েছে।

 বালাগঞ্জ প্রতিনিধি:
    আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২০, ১:৪৭:০৯ অপরাহ্ন

সিলেটের বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলার জনগুরুত্বপূর্ণ দয়ামীর -দেওয়ান বাজার গহরপুর সড়কে বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়ে অনেকগুলো ছোট-বড় গর্ত আর খানাখন্দের সৃষ্টি হয়েছে। বর্তমানে সড়কটি যান বাহন চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। গর্ত ও খানাখন্দে পড়ে বিভিন্ন সময় যানবাহন উল্টে দুর্ঘটনা ঘটছে এতে হতাহতের শিকার হচ্ছেন সাধারন যাত্রীরা। রাস্তাটি সংস্কারে কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ করেছেন এলাকাবাসী, পথচারী ও যানবাহনের চালকেরা। সিলেট সুলতান পুর সড়কের মোরার বাজার হতে ঢাকা সিলেট মহাসড়কের দয়ামীর বাজারের সাথে যোগাযোগ রক্ষাকারী উক্ত ৫ কিলোমিটার সড়কে যাতায়াতকারী বালাগঞ্জ, ওসমানীনগর দুইটি উপজেলার কয়েক হাজার হাজার মানুষ প্রতিদিন দুর্ভোগ পোহাচ্ছেন। বিশেষ করে এ সড়ক দিয়ে গর্ভবতী নারী শিশু ও বৃদ্ধদের যাতায়াত এখন অধিক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত কয়েক বছর আগে বালাগঞ্জ উপজেলা এল.জি.ইডির তত্ত্বাবধানে এই রোডের মোরার বাজার হতে আলিকা নামক স্থান পর্যন্ত প্রায় অর্ধেক অংশ সংস্কার করা হয়। অজ্ঞাত কারণে বাকি অংশটুকু সংস্কার বিহীন থেকে যায়। সড়কটি সংস্কার ও সুষ্ঠু রক্ষণাবেক্ষণের অভাবে বর্তমানে সড়কের বেহাল অবস্থায় রয়েছে। এ ব্যাপারে ওসমানীনগর উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মোঃ আবু সাঈদ জানান দয়ামীর-দেওয়ান বাজার সড়ক সংষ্কার দরপত্র আহবান প্রক্রিয়াধীন রয়েছে। সংস্কার কাজ দ্রুত শুরু করতে সংশ্লিষ্ট গণ গুরুত্ব প্রদান করছেন। সিলেট ২ সংসদীয় আসনের এমপি মোকাব্বির খান জানান তিনি উক্ত সড়ক সরেজমিনে পরিদর্শন করে জরুরি ভিত্তিতে সংষ্কারের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেছেন। প্রায় দেড় কোটি টাকা ব্যায়ে আগামী নভেম্বরের মধ্যে সংস্কার কাজ শুরু হবে বলে জানান তিনি।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020