1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
ধর্মপাশায় অটোরিক্সার ধাক্কায় শিশুর মৃত্যু
শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৬:২৬ পূর্বাহ্ন
ধর্মপাশায় অটোরিক্সার ধাক্কায় শিশুর মৃত্যু

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
    আপডেট : ০৫ ফেব্রুয়ারী ২০২৩, ৮:৩৫:৪৪ অপরাহ্ন

সুনামগঞ্জের ধর্মপাশায় অটোরিক্সার ধাক্কায় হৃত্বিক দাস ( ৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাড়ে ১২টার দিকে উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের সুখাইড় গ্রামের দক্ষিণ দিকের সড়কে এ দুর্ঘটনা ঘটে। ঋত্তিক দাস উপজেলার সুখাইড় গ্রামের রতন দাসের ছেলে।

জানা যায়, ওইদিন সকালে ঋত্তিকের চাচা গ্রামের দক্ষিণের জমিতে কাজ করছিল। ঋত্তিক তার চাচার মোবাইল ফোন দিতে সেখানে যাচ্ছিল। পথিমধ্যে ইজিবাইক চাপায় ঋত্তিক গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় অটোরিক্সা চালক ইয়ামিনকে আটক করেছে পুলিশ। ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদCopyright © Bangla News 24 NY. 2020