সুনামগঞ্জেরর ধর্মপাশা পাইকুরাটি ইউনিয়নের মাসকান্দা গ্রামে মুজিববর্ষ উপলক্ষে ভূমি ও গৃহহীনদের জন্য নির্মিত প্রধানমন্ত্রীর উপহারের আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শীতেষ চন্দ্র সরকার।
সোমবার তিনি এ আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন ৷ এ সময় তিনি সেখানে বসবাসরত উপকারভোগীদের খোঁজখবর নেন এবং তাদের সার্বিক অবস্থা জানার চেষ্টা করেন। পরিদর্শনকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবাল প্রমুখ।