1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
ধর্মপাশায় ছাত্রদলের বিক্ষোভ
রবিবার, ১৪ অগাস্ট ২০২২, ০৩:১৩ পূর্বাহ্ন
ধর্মপাশায় ছাত্রদলের বিক্ষোভ

ধর্মপাশা প্রতিনিধি
    আপডেট : ০২ আগস্ট ২০২২, ১১:৪৮:১৪ অপরাহ্ন

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যৌথভাবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ধর্মপাশা উপজেলা ছাত্রদল এবং ধর্মপাশা সরকারি কলেজ ছাত্রদল এবং বাদশাগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদল।

ভয়াবহ লোডশেডিং ও জ্বালানি খাতে নজিরবিহীন অব্যবস্থাপনার বিরুদ্ধে বিএনপির কেন্দ্র ঘোষিত বিক্ষোভ সমাবেশে ভোলায় পুলিশের গুলিবর্ষণ ও নির্বিচারে হত্যার প্রতিবাদে মঙ্গলবার এই মিছিল করা হয়েছে। মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু করে ধর্মপাশা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ করেন।

এসময় উপস্থিত ছিলেন- ধর্মপাশা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ওবায়দুর মজুমদার, সদস্য সচিব সারোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক এম হাবিবুল্লাহ, মোহাম্মদ রোমান মো. ফারুক আহম্মেদ, সদস্য একরামুল আহম্মেদ, ধর্মপাশা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রহমান বাদল ও সদস্য সচিব কাঞ্চন আহমেদ এবং বাদশাগঞ্জ ডিগ্রি কলেজ আহ্বায়ক নাজমুল ইসলাম তপুসহ সকল ইউনিটের নেতৃবৃন্দ।
খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদCopyright © Bangla News 24 NY. 2020