সুনামগঞ্জের ধর্মপাশায় পুকুরের পানিতে ডুবে এক যুবকের মৃত্যু হয়। শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৮ টার দিকে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের চকিয়াচাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাব্বির মিয়া (২৪) চকিয়াচাপুর গ্রামে মো. আফতাব উদ্দিনের ছেলে।
ওইদিন সকালে বাড়ির সামনে পুকুরে গোসল করতে যায়। এক পর্যায়ে তিনি ওই পুকুরের পানিতে পড়ে নিখোঁজ হয়। পরে পরিবার ও গ্রামবাসী লোকজন খোঁজাখোঁজি করে পুকুর থেকে তার মৃত লাশ উদ্ধার করে গ্রামবাসী।
সেলবরষ ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবাল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।