1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
ধর্মপাশায় সেতু পুনর্নির্মাণের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৮:৪৪ পূর্বাহ্ন




ধর্মপাশায় সেতু পুনর্নির্মাণের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন

বাংলানিউজ এনওয়াই ডেস্ক :
    আপডেট : ০৯ ফেব্রুয়ারী ২০২৩, ৫:২৩:৫২ অপরাহ্ন

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সদর বাজারের মধ্যবর্তী স্থানে অবস্থিত শয়তানখালী খালের ওপর নির্মিত শয়তানখালী সেতুটিকে পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে মধ্যবাজারে পশ্চিম বাজারের সর্বস্তরের ব্যবসায়ীদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে দেড় শতাধিক ব্যবসায়ী অংশগ্রহণ করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ব্যবসায়ী মোজাম্মেল হক, বাবুল মিয়া, আজিজুল হক, নূরনবী হাসান, লিটন চন্দ্র ভৌমিক, আবুল হাসেম, আমিরুল ইসলাম, আলীনূর, বদরুজ্জামান, জামির হোসেন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সেতুটি দীর্ঘ দেড় বছর সময় ধরে ব্যবহার অনুপযোগী থাকায় ক্রেতারা সহজে বাজারে আসতে পারে না। ফলে দিন দিন বাজারের ক্রেতার সংখ্যা কমে যাচ্ছে। এতে করে ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন। এ থেকে পরিত্রাণের জন্য ব্যবসায়ীরা দ্রুত সেতুটি পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন। সেতুটি গত বছরের ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেবে গিয়ে সম্পূর্ণ ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। এতে দুর্ভোগ পোহাচ্ছেন হাজার হাজার জনগণ।

এ ছাড়াও স্কুল-কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের সমস্যার জন্য শিক্ষার্থীদের লেখাপড়ার জন্য স্কুল-কলেজে সময়মত পৌঁছাতে পারছে না। তাই তাদের শিক্ষার্থীদের মারাত্মক ক্ষতি হচ্ছে। তাই ওইসব শিক্ষার্থীদের অভিবাবকেরাও এই সেতুটিকে পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020