1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
‘ধর্মের টানে’ অভিনয় ছাড়লেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী
রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৭:৪৮ পূর্বাহ্ন




‘ধর্মের টানে’ অভিনয় ছাড়লেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী

বিনোদন ডেস্ক :
    আপডেট : ২২ ফেব্রুয়ারী ২০২৩, ৭:৫৩:২৫ অপরাহ্ন

এবার ধর্মীয় জীবনযাপনের জন্য অভিনয় জগতকে বিদায় জানিয়েছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী আনুম ফায়াজ। এখন থেকে আর কোনো সিনেমা-নাটকে অভিনয় করবেন না বলে এই অভিনেত্রী। তিনি নিজেই এমনটা জানিয়েছেন। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।

সামাজিক যোগাযোগমাধ্যমে ফায়াজ লিখেছেন, এই বার্তা লেখা আমার জন্য কঠিন। আপনারা দীর্ঘদিন আমার মিডিয়া ক্যারিয়ারের প্রতি পূর্ণ সমর্থন দিয়ে এসেছেন। কিন্তু এখন থেকে আমি শোবিজ অঙ্গন পরিত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। ইসলাম ধর্মের বিধি-বিধান অনুযায়ী জীবন পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আশা করি, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।

উল্লেখ্য, কিছুদিন যাবত আনাম ফায়াজকে সিনেমা অঙ্গনে তেমন দেখা যাচ্ছিল না। ইনস্টাগ্রামে নিজের বিভিন্ন পোস্টে তাকে হিজাব-বোরকা পরিহিত অবস্থায় দেখা গেছে। আনাম ফয়েজ ২০১৬ সালে আসাদ আনোয়ারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের একটি পুত্র সন্তান রয়েছে।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020