সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগে শ্রীমঙ্গলে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার যুবকের নাম প্রীতম দাস। তিনি রাষ্ট্র সংস্কার আন্দোলনের জাতীয় সমন্বয়ক কমিটির সদস্য।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাত সাতটার দিকে মৌলভীবাজার শ্রীমঙ্গল পৌর শহর থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ তথ্য নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ূন কবির বলেন- ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য করায় তাকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়- সম্প্রতি রাষ্ট্র সংস্কার কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য প্রীতম দাশ সামাজিক যোগাযোগ মাধ্যম তার ফেসবুক আইডি থেকে শান্তির ধর্ম ইসলামের জুম্মার নামাজ, মুসল্লি, আযান ও ইমামদের নিয়ে কটূক্তি করেন। বিষয়টি নিয়ে ধর্মপ্রাণ মসুল্লীদের দৃষ্টিগোচর হয়। পরে শ্রীমঙ্গল ধর্মপ্রাণ মুসল্লিরা শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। মুসল্লীরা অবিলম্বে গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলনের আল্টিমেটাম দেয়া দেন। এরই প্রেক্ষিতে তাকে রাতে গ্রেফতার করে পুলিশ।