1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
ধর্ম নিয়ে কটূক্তি : রাকেশকে সাত বছর সশ্রম কারাদণ্ড
রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৯:১৭ পূর্বাহ্ন




ধর্ম নিয়ে কটূক্তি : রাকেশকে সাত বছর সশ্রম কারাদণ্ড

স্টাফ রিপোর্ট :
    আপডেট : ০৩ জানুয়ারী ২০২৩, ৭:৩১:০৭ অপরাহ্ন

ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অপরাধে হিন্দু মহাজোটের সাবেক সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকেশ রায়কে সাত বছর সশ্রম কারাদণ্ড ও এক লক্ষ টাকা জরিমানা করেছেন আদালত। মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে এ রায় ঘোষণা করেন সাইবার ট্রাইব্যুনাল সিলেট আদালতের বিজ্ঞ বিচারক মো. আবুল কাশেম।

সাইবার ট্রাইব্যুনাল সিলেটের পি.পি (ভারপ্রাপ্ত) মো. মোস্তফা দিলওয়ার আল আজহার বলেন- রায় ঘোষণাকালে জামিনে থাকা রাকেশ আদালতে উপস্থিত ছিলেন। এসময় আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

জানা যায়, জেলার জকিগঞ্জের কেরাইয়া গ্রামের মৃত সুরেশ রায়ের ছেলে ও হিন্দু মহাজোট নেতা রাকেশ রায়ের ফেসবুকের একটি স্ক্রিনশট ২০১৭ সালের জুন মাসের শুরুতে ভাইরাল হয়। এতে ছিলো পবিত্র ইসলাম ধর্ম ও মহানবি হজরত মুহাম্মদ সা.-কে নিয়ে কটূক্তি। এ ঘটনায় ওই বছরের ৫ জুন জকিগঞ্জ থানায় মাওলানা ফুজায়েল আহমদ নামের স্থানীয় আলেম রাকেশ রায়ের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করেন। পরবর্তীতে ফুজায়েল আহমদ বিদেশে চলে গেলে মামলা পরিচালনা করেন তাঁর বাবা মাওলানা আব্দুল মুকিত।

মামলা দায়েরের পর রাকেশ রায়কে সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তের কাছাকাছি এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। এসময় পুলিশ তাকে চার দিনের রিমান্ডে নেয়।

এদিকে, এ ঘটনার পর রাকেশের শাস্তির দাবিতে সিলেটে ইসলাম ধর্মের সর্বস্তরের মানুষ বিক্ষোভে ফেটে পড়েন। টানা কর্মসূচি নিয়ে আন্দোলনে নামেন তারা।

মামলার দীর্ধসূত্রিতার পর অবশেষে মঙ্গলবার রাকেশ রায়কে সাত বছর সশ্রম কারাদণ্ড প্রদান ও এক লক্ষ টাকা জরিমানা করেন বিজ্ঞ আদালত।

রাকেশের বিরুদ্ধে এ রায়ে মামলার বাদি মাওলানা ফুজায়েল আহমদের বাবা মাওলানা আব্দুল মুকিত সন্তুষ্টি প্রকাশ করেছেন।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020