ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিকৃতিতে এম-ফোর্সের শ্রদ্ধাঞ্জলি অর্পন।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত স্বাধীনতার স্বপক্ষের সর্ববৃহৎ অনলাইন সংগঠন এম-ফোর্সের ঢাকা ইউনিটের এর উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমণ্ডি ৩২ নম্বরের প্রতিকৃতিতে এম-ফোর্সের শ্রদ্ধাঞ্জলি অর্পন করেছে এম-ফোর্স ঢাকা ইউনিট।
সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল বিভাগের সমন্বয়ের মাধ্যমে আগস্টের কর্মসূচি পালনের পূর্বপরিকল্পনা থাকলে ও করোনা পরিস্থিতি মাথায় রেখে স্বাস্থ্য বিধি মেনে সীমিত আকারে শুধুমাত্র এম-ফোর্সের ঢাকা ইউনিটের সদস্যদের নিয়ে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে এম-ফোর্স।