সিলেট নগরের তাঁতীপাড়া এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আজ মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে তাঁতীপাড়ায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
জানা গেছে, তাঁতীপাড়ার সিরাজ উদ্দিন চৌধুরী গংদের মালিকানাধীন ৪৭নং বাসার সীমানাপ্রাচীর ঘেঁষে গ্যাসের লাইন রয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে হঠাৎ করে ওই গ্যাস লাইনে আগুন ধরে যায়। এতের বাসার লোকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে।
ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট ছুটে আসে। কিছু সময়ের চেষ্টায় আগুন নিভিয়ে ফেলা হয়।
তিনি বলেন, ‘আগুন লাগার কারণ এখনই স্পষ্ট করে বলা যাচ্ছে না। মাটির নিচে গ্যাসের লাইনে সম্ভবত লিকেজ আছে, সেখান থেকে আগুন ধরার ঘটনা ঘটতে পারে। আমরা আগুন নিভিয়ে গ্যাসের লাইন বন্ধ করে রেখেছি। লিকেজের বিষয়টি গ্যাস কর্তৃপক্ষ দেখবে।