ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে নতুন রাজা হয়েছেন তৃতীয় চার্লস। আর রানি হয়েছেন চার্লসের স্ত্রী ডাচেস অব কর্নওয়াল ক্যামিলা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাজা তৃতীয় চার্লস তার জ্যেষ্ঠ পুত্র উইলিয়াম ও পুত্রবধূ কেট মিডলটনকে প্রিন্স (যুবরাজ) ও প্রিন্সেস অব ওয়েলস উপাধিতে ভূষিত করেছেন। এই দুই উপাধি আগে চার্লস এবং তার প্রয়াত স্ত্রী ডায়ানার ছিল।
উইলিয়ামের মা ডায়ানা এতই জনপ্রিয় চরিত্র ছিলেন যে বিয়ে থেকে শুরু করে জীবনের অন্তিমলগ্ন পর্যন্ত ধারাবাহিকভাবে গণমাধ্যমের ব্যবচ্ছেদের মধ্য দিয়েই যেতে হয়েছে। চার্লসের সঙ্গে বিচ্ছেদের পাঁচ বছর পর, ১৯৯৭ সালে গাড়ি দুর্ঘটনায় ৩৬ বছর বয়সী ডায়ানার মৃত্যুতে বিশ্বজুড়ে বিপুল সংখ্যক মানুষ শোকাহত হয়েছিলেন।
উইলিয়াম ও কেট, দুজনের বয়সই ৪০। সাম্প্রতিক বছরগুলোতে তারা রাজপরিবারের অভ্যন্তরীণ মূল দায়িত্বগুলো নিজেদের করে নিচ্ছিলেন। জনসমক্ষে নিয়মিত হাজির হওয়ার পাশাপাশি রানির শাসনের ৭০ বছর উপলক্ষে হওয়া প্লাটিনাম জয়ন্তীর মতো বিভিন্ন অনুষ্ঠানগুলোতে ছোট তিন সন্তান নিয়ে তাদের উপস্থিতির পরিমাণও ক্রমাগত বেড়েছে।
উল্লেখ্য, ১৯৫৮ সাল থেকে রাজা হওয়ার আগ পর্যন্ত এই প্রিন্স অব ওয়েলস উপাধিতে ভূষিত ছিলেন চার্লস।