1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
নতুন রেজিস্ট্রারের সাথে শাবি প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৫:০১ অপরাহ্ন




নতুন রেজিস্ট্রারের সাথে শাবি প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ

শাবিপ্রবি প্রতিনিধি
    আপডেট : ১৯ জানুয়ারী ২০২৩, ৮:১৪:৩৮ অপরাহ্ন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. ফজলুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’। এসময় বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন, গবেষণা, প্রশাসনিক কার্যক্রমসহ নানা বিষয়ে উভয়পক্ষের মধ্যে আলোচনা হয়।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকাল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের কর্মকর্তা সহকারী রেজিস্ট্রার মো. নুরুল আমিন, প্রশাসনিক কর্মকর্তা মো. শাহাদাত হোসাইন শিশির, প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা, সহ-সভাপতি রাশেদুল হাসান ও সাধারণ সম্পাদক আবদুল্লা আল মাসুদসহ অন্য সদস্যরা।

রেজিস্ট্রার ফজলুর রহমান বলেন, সাংবাদিকরা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর কাজ করে। ভাল-মন্দ লেখনিতে তুলে ধরে সমাজের বিভিন্ন সংকট ও সম্ভাবনায় অবদান রাখে। তেমনি শাবি প্রেসক্লাব বিশ্ববিদ্যালয়ের সার্বিক দিক গণমাধ্যমে তুলে ধরেন। আমি বলবো, বিশ্ববিদ্যালয়ের সুনামের সাথে জুড়ে রয়েছে এ প্রেসক্লাব। দেশ-বিদেশে এ বিশ্ববিদ্যালয়কে তুলে ধরতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন তারা।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ শাখায় দীর্ঘদিন ধরে আমি কাজ করেছি। আমি মনে করি রেজিস্ট্রার দপ্তরের সাথে বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সম্পর্ক দীর্ঘদিনের। এ সম্পর্কের ধারাবাহিকতা অব্যহত থাকবে। এসময় বিশ্ববিদ্যালয়ের সুনাম অর্জনে অতীতের ন্যায় আগামীতেও রেজিস্ট্রার দপ্তর ও সাংবাদিকরা একযোগে কাজ করবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা বলেন, বস্তুনিষ্ঠ সাংবাকিতায় তথ্যের অবাধ প্রাপ্তিতে দেশে ও দেশের বাইরে এ বিশ্ববিদ্যালয়তে তুলে ধরতে কাজ করে যাচ্ছে শাবি প্রেসক্লাব। পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকরা প্রশাসনিক কাজের কেন্দ্রবিন্দু রেজিস্ট্রার দপ্তরে নিয়মিতই যাওয়া আসা করে। এ বিশ্ববিদ্যালয়কে সুনামের সাথে লেখনিতে তুলে ধরতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। আগামীতেও পূর্বের ন্যায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সকল কর্মতৎপরতা তুলে ধরতে সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

এসময় বিশ্ববিদ্যালয়ে বন্তুনিষ্ঠ ও মুক্ত সাংবাদিকতা নিশ্চিতকরণে নানা দিক নিয়ে উভয়পক্ষের মধ্যে আলোচনা হয়।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020