1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
নিউইয়র্ক যুবলীগ নেতা মাহমুদ'র শশুরের মৃত্যু: সুনামগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান'র শোক:
বুধবার, ২২ মার্চ ২০২৩, ১২:১৩ পূর্বাহ্ন




নিউইয়র্ক যুবলীগ নেতা মাহমুদ’র শশুরের মৃত্যু: সুনামগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান’র শোক:

স্টাফ রিপোর্ট:
    আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২০, ৬:০৪:৪৬ পূর্বাহ্ন

 

যুক্তরাষ্টের নিউইয়র্ক সিটি যুবলীগের সাধারন সম্পাদক ও বাংলা নিউজ ২৪ নিউয়র্কের সম্পাদক,প্রকাশক মাহমুদর রহমানের শশুরের মৃতুুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন,

সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য
ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি
আলমগীর কবিরের মৃত্যুতে গভীর শোক  দু:খ প্রকাশ  করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক ও সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল।

এক শোকবার্তায় চপল বলেন, গোলাপগঞ্জ ঢাকা দক্ষিন রায়গড় নিবাসী জনাব মুসলেহ উদ্দিন ছিলেন একজন পরহেজগার মানুষ। তিনি ছিলেন সদালাপী

তার মৃত্যুতে তার পরিবারের যে অপূরনীয় ক্ষতি হলো। যা বলার ভাষা নেই।

উপজেলা চেয়ারম্যান চপল মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান

প্রসঙ্গত : আজ ভোরে ঢাকার ইউনাইটেড হসপিটালে ইন্তেকাল করেছেন,মৃত্যুকালে তিনি অসংখ্যা গুনী শুভাকাঙ্ক্ষী সহ অনেকে রেখে গেছেন।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020