1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
নিউজার্সিতে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বেঙ্গলী ব্রাদার্স
শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৬:১৬ পূর্বাহ্ন
নিউজার্সিতে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বেঙ্গলী ব্রাদার্স

বাংলানিউজএনওয়াই ডেস্ক::
    আপডেট : ০২ অক্টোবর ২০২২, ১১:২৯:২১ অপরাহ্ন

হৈ-হুল্লুর আর উৎসব মুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হলো যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে। নিউজার্সিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে অনুষ্ঠিত এই ফুটবল টুর্নামেন্টে হাড্ডাহাড্ডি লড়াই শেষে খেলা গড়ায় ট্রাইবেকারে। ট্রাইবেকারে বেঙ্গলী ব্রিাদার্স aysab fcকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

শনিবার ( ১ অক্টোবর ) স্থানীয় সময় রাত ৮টায় অনুষ্ঠিত ফাইনাল ম্যাচটি দেখতে প্রচুর প্রবাসী বাংলাদেশী মাঠে উপস্থিত ছিলেন। খেলা চলাকালে মাঠে তারা হাততালি, হইহুল্লোড় ও চিৎকার করে উল্লাস প্রকাশ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, খেলা চলাকালে দর্শক উপস্থিতি আর হইহুল্লোড় দেখে মনে হয়েছে যেনো বাংলাদেশের কোন মাঠে খেলা হচ্ছে। খেলোয়াড়রাও মনে-প্রাণে দারুণ ফুটবলশৈলী প্রদর্শন করেছেন।

খেলা শেষে বিজয়ী Bengal brothers- এর খেলোয়াড় ও কর্মকর্তাদের হাতে চ্যাম্পিয়ন ও aysab fc- এর খেলোয়াড় ও কর্মকর্তাদের হাতে রানার্সআপ ট্রফি তুলে দেন আয়োজক কমিটির কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদCopyright © Bangla News 24 NY. 2020