1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
নিখোঁজ সেই হেলিকপ্টারের ধ্বংসাবশেষ মিলল, ৬ সেনা সদস্য নিহত
বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২, ১২:৪২ পূর্বাহ্ন
নিখোঁজ সেই হেলিকপ্টারের ধ্বংসাবশেষ মিলল, ৬ সেনা সদস্য নিহত

বাংলানিউজএনওয়াই ডেস্ক
    আপডেট : ০২ আগস্ট ২০২২, ৮:১২:৪৭ অপরাহ্ন

বন্যাকবলিত এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনার সময় সোমবার (১ আগস্ট) রাতে পাকিস্তানের দক্ষিণাঞ্চলে নিখোঁজ হওয়া হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে। মঙ্গলবার (২ আগস্ট) পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা থেকে জানানো হয়, বেলুচিস্তান প্রদেশের মুসা গোথ এলাকার কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এতে হেলিকপ্টারে থাকা ৬ সেনা সদস্যই প্রাণ হারিয়েছেন।

সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, খারাপ আবহাওয়ার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। খবর এএনআই। হেলিকপ্টার দুর্ঘটনায় ৬ সেনা সদস্যের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। শোক জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানও। এর আগে পাকিস্তান সেনাবাহিনী জানায়, দক্ষিণ বেলুচিস্তান প্রদেশের লাসবেলা জেলায় বন্যার ত্রাণ কার্যক্রমে সহায়তা করছিল একটি এভিয়েশন হেলিকপ্টার। সোমবার রাতে হঠাৎ করেই ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে হেলিকপ্টারটির।

এ ঘটনার পর পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর এক বিবৃতি প্রকাশ করে। বিবৃতিতে বলা হয়, হেলিকপ্টারটিতে একজন জেনারেলসহ মোট ছয়জন কর্মকর্তা ছিলেন। ঘটনাস্থলের আশপাশে তল্লাশি অভিযান চলছে বলেও জানানো হয় বিবৃতিতে।

এক গোয়েন্দা কর্মকর্তা জানান, পাকিস্তান কোস্ট গার্ডের ডিরেক্টর জেনারেল ব্রিগেডিয়ার আমজাদ হানিফ, কর্পস কমান্ডার লে. জেনারেল সরফরাজ আলি এবং দুই মেজরসহ মোট ছয় কর্মকর্তা ওই হেলিকপ্টারে ছিলেন। এছাড়া স্থানীয় পুলিশের পক্ষ থেকে বলা হয়, ওই হেলিকপ্টারটি ৬ ঘণ্টার বেশি সময় ধরে নিখোঁজ ছিল। নিখোঁজের পর হেলিকপ্টারটি ট্রেস করাও সম্ভব হয়নি।
খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদCopyright © Bangla News 24 NY. 2020