রবিবার নির্বাচন ভবনে জাতীয় নির্বাচন নিয়ে ইসির সংলাপে বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতারা।
দ্বাদশ জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ম্যাজিট্রেসি ক্ষমতাসহ মাঠে সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলন। আজ রবিবার (২৪ জুলাই) নির্বাচন ভবনে জাতীয় নির্বাচন নিয়ে দলগুলোর সঙ্গে ইসির ধারাবাহিক সংলাপে দলটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়।
এসময় সিইসি কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে অন্য চার কমিশনার ইসি সচির উপস্থিত ছিলেন।
দলটির চেয়ারম্যান হাফেজ মাওলানা আতাউল্লাহ হাফেজ্জীর নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল সংলাপে অংশ নেয়।
তাদের অন্য দাবিগুলোর মধ্য রয়েছে- ভোটের আগে পরে স্বরাষ্ট্র, জনপ্রশাসনসহ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো ইসির নিয়ন্ত্রণে রাখা, ভোটারা যাতে নির্বিঘ্ন ভোট দিতে পারে সে ব্যবস্থা ও দলগুলোর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড ঠিক রাখা ইত্যাদি।
সিইসি তাদের আশ্বস্ত করে বলেন, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের জন্য সব দলের অংশ নেয়া জরুরি। একই সঙ্গে ইসি তার সর্বোচ্চ শক্তি দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন করতে বদ্ধপরিকর।