1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
নির্বাহী আদেশ সই করলেন ট্রাম্প ওষুধের দাম কমানোর জন্য
রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০২:২৩ অপরাহ্ন




নির্বাহী আদেশ সই করলেন ট্রাম্প ওষুধের দাম কমানোর জন্য

অনলাইন ডেস্ক
    আপডেট : ২৫ জুলাই ২০২০, ৫:৩১:৫৭ পূর্বাহ্ন

নির্বাহী আদেশ সই করলেন ওষুধের দাম কমানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।ওষুধের দাম কমানোর লক্ষ্যে চারটি নির্বাহী আদেশ সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ট্রাম্প হোয়াইট হাউজে এই নির্বাহী আদেশগুলোতে সই করেন। বিশ্লেষকরা বলছেন, করোনা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে ট্রাম্প নির্বাচনের আগে জনপ্রিয়তা বাড়াতেই মার্কিনিদের হাতে কম দামে প্রেসক্রিপশন বা বৈধ ওষুধের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছেন।এ বিষয়ে ট্রাম্প বলেন, চারটি আদেশে আমি আজ স্বাক্ষর করছি যেটা প্রেসক্রিপশন বা বৈধ ওষুধের বাজারকে সম্পূর্ণরূপে পুনর্গঠনে সহায়তা করবে।

ট্রাম্পের এই নির্বাহী আদেশগুলোর কারণে যুক্তরাষ্ট্রে ওষুধের দামে ছাড় পাওয়া যাবে। পাশপাশি সস্তায় বিদেশ থেকেও ওষুধ আমদানি করা যাবে।তবে ওষুধের দাম কমানোর জন্য ট্রাম্পের নির্বাহী আদেশের বিরোধিতা করে অনেকেই বলছেন, এতে যুক্তরাষ্ট্রে তেমন একটা প্রভাব পড়বে না।এ নিয়ে ফার্মাসিউটিক্যাল রিসার্চ এন্ড ম্যানুফেকচারার্স অব আমেরিকার পক্ষ থেকে বলা হয়, ট্রাম্প প্রশাসন একটি বিপজ্জনক নীতি অনুসরণ করার সিদ্ধান্ত নিয়েছে। এর জন্য ভবিষ্যতে রোগীদের ভুগতে হবে।
ওষুধের দাম কমানো নিয়ে আগামী মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ফার্মাসিউটিক্যাল কোম্পানির পরিচালকদের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020