1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
‘নো ফ্লাই’ লিস্টে ইমরানসহ ৬০০ পিটিআই নেতার নাম
বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ১১:৫৪ পূর্বাহ্ন




‘নো ফ্লাই’ লিস্টে ইমরানসহ ৬০০ পিটিআই নেতার নাম

বাংলানিউজ এনওয়াই ডেস্ক :
    আপডেট : ২৬ মে ২০২৩, ৯:২৮:৩৭ পূর্বাহ্ন

‘নো ফ্লাই’ লিস্টে উঠেছে ইমরান খানসহ পিটিআই দলের অন্তত ৬০০ নেতা ও সাবেক প্রাদেশিক পরিষদের সদস্যের নাম। এর ফলে এসব নেতা বিমানে আরোহন করতে পারবেন না। দেশ ছাড়তে পারবেন না। গত ৯ মে সহিংসতায় জড়িত থাকায় তালিকায় এসব নাম অন্তর্ভুক্ত করেছে কর্তৃপক্ষ।

ফেডারেল ইনভেস্টিগেশন অথরিটির ভিতরের সূত্রগুলোর বরাত দিয়ে এতে বলা হয়, পিটিআই নেতা ও এর প্রধানের নাম উঠেছে ওই তালিকায়। তারা যাতে বিদেশ যেতে না পারেন সে জন্য ফেডারেল ইনভেস্টিগেশন অথরিটির প্রভিশনাল ন্যাশনাল আইডেনটিফিকেশন লিস্টে তোলা হয়েছে এসব নাম। এর মধ্যে আছেন ইমরান খানের স্ত্রী বুশরা বিবি, মুরাদ সাঈদ, মালিকা বোখারি, ফাওয়াদ চৌধুরী, হাম্মাদ আজহার, কাসিম সুরি, আসাদ কায়সার, ইয়াসমিন রাশিদ, মিয়া আসলাম ইকবালসহ আরো অনেকে। খবর জিও নিউজের।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020