সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। শনিবার (১৫ এপ্রিল) বেলা ১১টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার ও জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা৷ এই মনোনয়ন চূড়ান্ত করা হয়। মনোনয়ন বোর্ডের চূড়ান্ত সভা শেষে দুপুরে গণভবনে ব্রিফিংয়ে আনোয়ারুজ্জামান চৌধুরীর মনোনয়ন লাভের বিষয়টি নিশ্চিত করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এদিকে আনোয়ারুজ্জামান চৌধুরীর মনোনয়ন পরবর্তী দলীয় কর্মীদের উদ্দেশ্যে নিজের ফেসবুকে একটি লেখা পোন্ট করেন দলের মহানগর সাধারণ সম্পাদক ও দলের অপর হেভিওয়েট প্রার্থী অধ্যাপক জাকির হোসেন। অধ্যাপক জাকিরের এই পোস্ট ১ ঘন্টার মধ্যেই দ্রুত ভাইরাল হয়ে পড়ে। সেখানে তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে লিখেন
সুপ্রিয় সহযোদ্ধা ও মহানগরবাসী আসসালামু আলাইকুম / আদাব।
আমার প্রতি যারা সব সময় সহানুভূতি ও সর্বাত্মক সহযোগিতা প্রদর্শন করেছেন তাদের সকলের প্রতি আমার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো।বিষয়টি খুবই স্বাভাবিক,তাছাড়া আমার হয়ত কোন ব্যর্থতা থাকতে পারে, তাই আফসোস না করে সবর করা উত্তম, যেটা মহান আল্লাহতালা পছন্দ করেন। আপনাদের সকলের প্রতি আহবান জানাচ্ছি, আসুন নৌকার মিছিলে আমরা সবাই সাথী হই।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
অধ্যাপক জাকিরের এই পোস্টকে দল এবং দলীয় প্রধানের প্রতি আনুগত্যের বহি:প্রকাশ বলে মনে করছেন নেতাকর্মীরা। নেতাকর্মীদের মতে-অধ্যাপক জাকিরের এই পোস্ট দলীয় নেতাকর্মীদের বিভাজন পিছনে ফেলে এককাতারে সামিল করতে সহায়ক হবে এবং দলীয় প্রার্থীর বিজয় সুুনিশ্চিত করা সম্ভব হবে।
সিলেট মহানগর আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক Rajat Kanti Gupta লিখেছেন, শ্রদ্ধা ও ভালোবাসা নৌকায় আমার ঐক্যবদ্ধ। Mihir Das লিখেছেন-অতি উত্তম। প্রকৃত বঙ্গবন্ধুর সৌনিকরা এমনই হয়।
নিতিশ রঞ্জন দাস অপু লিখেছেন, প্রকৃত একজন সংগঠন প্রেমী নেতা, আপনি মহান।
Kazi Rifat Ahmed লিখেছেন, জয় বাংলা নিরাশ হবেননা নিশ্চয়ই আল্লাহ এর চেয়ে ভালো কিছু রেখেছেন।
আপনার নিদর্শনায় আমরা নৌকার মিছিলে সারথী হয়ে নৌকার পক্ষে কাজ করে বিজয় নিশ্চিত করব ইনশাআল্লাহ।
Afjul Hussan Shahan লিখেছেন, আসলেই আপনি যে একজন উদার ও বড় মনের মানুষ সেটা আপনি এই পোস্টে প্রমান করেছেন। মহান আল্লাহ আপনার মঙ্গল করুন। আমিন।আপনার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রইলো।