সিলেট নগরীর নয়াসড়ক পয়েন্টে একটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের (মুদি) দোকানে আগুনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা সড়ে ৫টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ায় সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
ফায়ায় সার্ভিস সূত্রে জানা যায়, দোকানটি বন্ধ ছিলো। প্রাথামিকভাবে ধারনা করা যাচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। স্থানীয়রা আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।
এ ব্যাপারে প্রতিষ্ঠানের মালিক মিজানুর রহমান নিজু জানান, আমি আমার এক আত্মিয়ের বিয়ের অনুষ্ঠানে ছিলাম এবং দোকানে কর্মচারীরাও বিয়েতে অংশ্রগহণ করেন। খাওয়া দাওয়া শেষ করে কর্মচারীদের দোকানে পাঠিয়ে দেই। হঠাৎ করে কর্মচারীরা ফোন করে জানান বন্ধ দোকানের ভিতরে আগুনের সূত্রপাত ঘটছে। তাই আমি তাৎক্ষনিকভাবে হতবম্ভ হয়ে পড়ি। ঘটনাস্থলে এসে দেখি সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। তিনি আরো জানান, প্রায় আনুমানিক ১০ থেকে ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।