নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে, সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারসহ দশ দফা দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ২৫ ফেব্রুয়ারি শনিবার বেলা ২টায় সিলেট রেজিষ্ট্রারী মাঠ থেকে পদযাত্রা কর্মসূচি শুরু করবে সিলেট জেলা বিএনপি।
উক্ত কর্মসূচি সফল করতে সিলেট জেলা বিএনপি, সকল অঙ্গ ও সহযোগী সংগঠন এবং জেলা বিএনপির প্রতিটি ইউনিট বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীসহ সিলেটবাসীকে পদযাত্রা কর্মসূচিতে যোগ দেয়ার জন্য সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী অনুরোধ জানিয়েছেন।