1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
পদ্মা সেতুর ৯০ শতাংশ কাজ শেষ: কাদের
মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১১:৫৯ অপরাহ্ন




পদ্মা সেতুর ৯০ শতাংশ কাজ শেষ: কাদের

অনলাইন ডেস্ক:
    আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২০, ১:৩৮:৫৯ অপরাহ্ন

পদ্মা সেতু প্রকল্পের সামগ্রিক অগ্রগতি ৮১ শতাংশ এবং মূল সেতুর প্রায় ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে বলে শুক্রবার জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সকালে নিজ বাসভবনে পদ্মা সেতু প্রকল্পের অগ্রগতি সম্পর্কিত একটি অনলাইন বৈঠকে কাদের এ তথ্য জানান।

তিনি জানান, পদ্মায় এ পর্যন্ত ৪১ স্প্যানের মধ্যে ৩১টি বসানো হয়েছে, বর্তমানে দৃশ্যমান হয়েছে ৪ হাজার ৬৫০ মিটার এবং নদীশাসনের কাজ প্রায় ৮৪ শতাংশ শেষ হয়েছে।

নির্মাণ কাজ শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক্সপ্রেসওয়ের উদ্বোধন করবেন বলেও জানান তিনি।

রাজনৈতিক দলসমূহের নিবন্ধন আইনের সংশোধন বিষয়ে নির্বাচন কমিশনের উদ্যোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, এটি নির্বাচন কমিশনের (ইসি) এখতিয়ার।

তিনি বলেন, ‘এটি (ইসি) একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। সরকার ইসিকে তার সাংবিধানিক দায়িত্ব হিসেবে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে সহায়তা করবে।’

‘এবং সরকার নির্বাচন কমিশন গঠন বা বাতিল করতে পারে না। রাষ্ট্রপতি যথাসময়ে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন,’ বলেন তিনি।

অনলাইন বৈঠকে সড়ক, পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব মো. বেলায়েত হোসেন এবং প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020