মনিরুল ইসলাম,জুড়ী:মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এম.পির আশু সুস্থতা কামনা করে জুড়ী উপজেলা ও কলেজ ছাত্রলীগ এর উদ্যোগে ১৩ আগস্ট বৃহস্পতিবার বিকেলে জুড়ী ভবানী গঞ্জ বাজার জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা ছাত্রলীগ সভাপতি শাহাব উদ্দিন সাবেল, সাধারণ সম্পাদক ইকবাল ভূঁইয়া উজ্জল ও তৈয়বুন্নেছা খানম একাডেমী ডিগ্রী কলেজ ছাত্রলীগ সভাপতি আদনান আশফাক।
জুড়ী উপজেলা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন,মাননীয় মন্ত্রী করোনায় আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে আল্লাহর রহমতে তিনি পুরোপুরি সুস্থ আছেন। মন্ত্রী মহোদয়ের জন্য উপজেলাবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি।