মৌলভীবাজারের কমলগঞ্জে পর্যটকদের উত্যক্ত করায় দুই যুবককে আটক করেছে কমলগঞ্জ থানা পুলিশ। সোমবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে দেশের বিভিন্ন এলাকা থেকে পর্যটকেরা ঘুরতে আসেন। তাদের মধ্যে পর্যটক রিফাত ও তার বান্ধবী তানজিলাকে উত্যাক্ত করে এবং তাদের সঙ্গে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয় ও যুবকেরা।
দুই পর্যটকের অভিযোগের প্রেক্ষিতে কমলগঞ্জ থানা পুলিশ অভিযুক্ত মো. বেলাল হোসেন (৩০) ও নাজমুল ইসলাম ফাহিমকে (২২) আটক করে থানায় সোপর্দ করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে পুলিশ সূত্রে জানা গেছে।