1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
পশ্চিম পাগলা ও দরগাপাশা ইউনিয়ন শ্রমিকলীগের আহবায়ক কমিটির অনুমোদন
মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১০:০০ পূর্বাহ্ন




পশ্চিম পাগলা ও দরগাপাশা ইউনিয়ন শ্রমিকলীগের আহবায়ক কমিটির অনুমোদন

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি::
    আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২০, ১২:৫২:৪৫ অপরাহ্ন
দক্ষিণ সুনামগঞ্জে বাংলাদেশ মটর শ্রমিকলীগ পশ্চিম পাগলা ইউনিয়ন ও দরগাপাশা ইউনিয়ন শাখার ৩১ সদস্য বিশি আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
শুক্রবার(০৪ সেপ্টেম্বর) বিকেলে ডাবর পয়েন্টে আহবায়ক কমিটির অনুমোদন উপলক্ষে এক সভায় বক্তব্য রাখেন জেলা মটর শ্রমিকলীগের সভাপতি রেলিম চৌধুরী, সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস রানা,দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সভাপতি আউয়াল মিয়া, সাধারণ সম্পাদক আবদাল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হক,শ্রমিকলীগ নেতা এলাইছ মিয়া,আব্দুস সত্তার,আরশ আলী,আফরোজ মিয়া,রমা দেবনাথ,ইরন মিয়া সহ প্রমুখ।
আলোচনা সভার পরবর্তীতে সর্বসম্মতিক্রমে পশ্চিম পাগলা ইউনিয়নের সভাপতি হিসেবে বাছির তালুকদারকে আহবায়ক ও আব্দুল আলিমকে সদস্য সচিব এবং দরগাপাশা ইউনিয়নের আহবায়ক হিসেবে জুনায়েদ আহমদ চৌধুরী ও সদস্য সচিব হিসেবে মিলন আহমদ সায়েমকে মনোনীত করে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দেন উপজেলা শাখার সভাপতি আব্দুল আউয়াল ও সাধারণ সম্পাদক আবদাল মিয়া।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020