1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
পাকিস্তানের রিজার্ভ কমে ৩.০৯ বিলিয়ন ডলার
শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৫:৫৪ পূর্বাহ্ন
পাকিস্তানের রিজার্ভ কমে ৩.০৯ বিলিয়ন ডলার

বাংলানিউজ এনওয়াই ডেস্ক :
    আপডেট : ০৩ ফেব্রুয়ারী ২০২৩, ২:৫৩:০৭ অপরাহ্ন

পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৬ দশমিক ১ শতাংশ কমে ৩ দশমিক ০৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। গতকাল বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) স্টেট ব্যাংক অব পাকিস্তান (এসবিপি) এ তথ্য জানিয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে স্থগিত বেইলআউট কর্মসূচির আওতায় প্রয়োজনীয় ঋণের জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। আইএমএফের ঋণ পেলে দেশটির অন্যান্য উৎস থেকে অর্থ পেতে সহায়ক হবে। তাই দেশটি আইএমএফের সবুজ সংকেতের অপেক্ষায় আছে।

এসবিপি এক বিবৃতিতে বলেছে, বৈদেশিক ঋণ পরিশোধের কারণে রিজার্ভ কমেছে।

স্থানীয় বিনিয়োগ প্রতিষ্ঠান আরিফ হাবিব লিমিটেডের (এএইচএল) হিসাবে দেখা গেছে, ২০১৪ সালের ফেব্রুয়ারির পর থেকে রিজার্ভ সর্বনিম্ন পর্যায়ে আছে এবং এখন মাত্র ১৮ দিনের আমদানি মূল্য আছে।

স্টেট ব্যাংকের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার আন্তঃব্যাংক বাজারে রুপির দর ০.৯৩ শতাংশ হ্রাস পেয়ে ডলারের বিপরীতে ২৭১.৩৬ রুপিতে বিক্রি হয়েছে। যা রুপির ইতিহাসে সর্বনিম্ন দাম। খোলা বাজারেও রুপির দাম কমেছে ০.১৮ শতাংশ।
খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদCopyright © Bangla News 24 NY. 2020