বিভিন্ন সময়ে দেশ থেকে যেসব টাকা পাচার হয়েছে তা আবার ফিরে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, বিদেশে ডিপোজিট রাখলে ২ শতাংশ সার্ভিস চার্জ দিতে হয়। আর আমাদের দেশে সার্ভিস চার্জ নাই। বরং ডিপোজিট এবং সঞ্চয় ইন্টারেষ্ট দেওয়া হয়।
অনুষ্ঠানে ২০১৯ ও২০২০ সালের জন্য ৬৭টি ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়।