1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
পাল্টা কোনো জবাব দেননি চিত্রনায়িকা মাহি
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৩:৫০ অপরাহ্ন




পাল্টা কোনো জবাব দেননি চিত্রনায়িকা মাহি

বিনোদন ডেস্ক :
    আপডেট : ০৬ মার্চ ২০২৩, ১১:৩৫:৫৮ অপরাহ্ন

এখন অনেকটা নিরবেই সময় কাটাচ্ছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। তবে তার একটি স্ট্যাটাস নিয়ে মন্তব্য করেছেন আরেক অভিনেত্রী জাহারা মিতু। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় মাহি। সেখানে মাঝে মধ্যে ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার নিয়ে বিভিন্ন কথা বলে থাকেন তিনি। এ কারণে শিরোনামেও জায়গা করে নেন।

কিছু দিন আগে ফেসবুকে স্বামী রাকিব সরকারের একটি পোস্টের স্ক্রিনশট শেয়ার করে ‘আলহামদুলিল্লাহ’ লিখেছিলেন নায়িকা। এর পেছনে অবশ্য তার প্রতি স্বামীর অসীম ভালোবাসার কথা জানিয়েছিলেন মাহি।

এদিকে গত ৪ মার্চ রাত ১২টার দিকে ফেসবুকে অন্য এক স্ট্যাটাসে ‘আলহামদুলিল্লাহ’ লেখেন মাহি। স্ট্যাটাসটি মুহূর্তেই নজর কাড়ে নেটিজেনদের।

একইভাবে দৃষ্টি পড়ে ঢাকাই সিনেমার অভিনয়শিল্পীদেরও। আর সেই পোস্টে মাহিকে ‘রহস্যময়ী নারী’ বলে মন্তব্য করলেন অভিনেত্রী জাহারা মিতু।

মাহি ফেসবুকে পোস্ট দেওয়ার কিছুক্ষণ পরই মন্তব্যের ঘরে মিতু লেখেন— ‘দুই দিন পর পর আলহামদুলিল্লাহ বলে, আর কিছু বলে না। রহস্যময়ী নারী।’

মিতুর এই মন্তব্য হাস্যরসাত্মকভাবে নিয়েছেন নেটিজেনরা। মন্তব্যটিতে অধিকাংশই হা হা রিঅ্যাক্ট দিয়েছেন তারা। তবে এতে পাল্টা কোনো জবাব দেননি চিত্রনায়িকা মাহি।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020