1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
পেঁয়াজের খোসার যত গুণ
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৪:০৮ অপরাহ্ন




পেঁয়াজের খোসার যত গুণ

লাইফস্টাইল ডেস্ক
    আপডেট : ২৮ জানুয়ারী ২০২৩, ১০:৫৭:৪১ অপরাহ্ন

রান্নায় অনেকেই পেঁয়াজ ব্যবহার করেন। কিন্তু পেঁয়াজের খোসা? তার বিশেষ ব্যবহার কেউই করেন না। কিন্তু এই লেখা পড়লে অন্য কিছু ভাবতে পারেন এবার থেকে। পেঁয়াজের খোসা নানা কাজে লাগতে পারে। পাকা চুল কালো করা থেকে শুরু করে, আরও ৫ ধরনের কাজে লাগতে পারে এই খোসা। দেখে নিন কী কী। রইল তালিকা।

মেদ ও রক্তচাপের জন্য ভালো: পেঁয়াজেরখোসার চা আপনার ত্বক ও স্বাস্থ্যের জন্য খুবই উপকারী হতে পারে। এটি মেদ, স্থূলতা, উচ্চ রক্তচাপ এবং সংক্রমণ নিয়ন্ত্রণ করে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে। এই চা তৈরি করতে, আপনাকে ১০ থেকে ২০ মিনিটের জন্য পেঁয়াজের খোসার জল সিদ্ধ করতে হবে। এর পরে ছেঁকে খোসা সরিয়ে ফেলুন। আপনার পেঁয়াজ চা প্রস্তুত।

ত্বকের চুলকানি থেকে মুক্তি পান: পেঁয়াজের খোসার মধ্যে উপস্থিত ঔষধি গুণ ত্বকের চুলকানি থেকে মুক্তি দিতে পারে। পেঁয়া জের খোসায় উপস্থিত অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য আপনার ত্বকে চুলকানি, ফুসকুড়ি এবং অ্যাথলেটের দাগ কমাতে সাহায্য করে। এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে পেঁয়াজের খোসার জল ত্বকে লাগাতে পারেন।

চুলে রং করুন: পেঁয়াজের খোসা শুধুমাত্র চুলের বৃদ্ধিই করে না, এটি দুর্দান্ত মানের প্রাকৃতিক হেয়ার ডাইও। চুলে প্রয়োগ করা হলে, এটি সুন্দর সোনালি বাদামি রং দেয়। এটি তৈরি করতে, আপনাকে পেঁয়াজের খোসা প্রায় এক ঘণ্টা সিদ্ধ করতে হবে। এর পর সারা রাত ঠাণ্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে। পরের দিন এই জল ফিল্টার করে চুলে লাগান। চুল ধোয়ার আগে ৩০ মিনিট শুকাতে দিন।

গাছের সার: ঘরের বা বাইরের গাছের জন্য পটাসিয়াম সমৃদ্ধ সার তৈরি করতে পেঁয়াজের খোসা কাজে লাগতে পারে। এই খোসা ফেলে দেওয়ার পরিবর্তে গাছের গোড়ায় ব্যবহার করুন। গাছের উন্নতি হবে, ডালপালা শক্তিশালী হবে, ফল উৎপাদনের পরিমাণ বাড়বে।

চুলের বৃদ্ধি: অনেকেই চুল পড়ার সমস্যায় ভুগে থাকেন। এমন পরিস্থিতিতে এই পেঁয়াজের খোসা আপনার চুলের বৃদ্ধিবৃ বাড়াতে সাহায্য করে। এজন্য খোসা সিদ্ধ করতে হবে। এই জল দিয়ে চুল ধোয়ার ফলে আপনার চুল দ্রুত বাড়ে এবং খুশকির সমস্যাও দূর হয়।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020